ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি: ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে ডুমুরিয়ায় আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে দু-দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, হরতালের দ্বিতীয় দিন বেলা সাড়ে ১১টার দিকে বাজারের জাকারিয়া মার্কেটের সামনে উপজেলা বিএনপির উদ্যোগে হরতালের পক্ষে মিছিলের প্রস্তুতি নেয়। এ সময় আওয়ামীলীগ নেতা গাজী হুমায়ুন কবির বুলু’র নেতৃত্বে একটি হরতাল বিরোধী মিছিল নিয়ে যাওয়ার পথে দু’পক্ষের মধ্যে হট্টগোল বাধে ও আওয়ামীলীগ কর্মীদের ধাওয়া দেয়। পরে আওয়ামীলীগ নেতারা সংগঠিত হয়ে বিএনপির নেতা-কর্মীদের পাল্টা ধাওয়া দিলে বিএনপি সমার্থিতরা ছত্রভঙ্গ হয়ে স্থান ত্যাগ করে। এ সময় বাজারের সকল দোকান পাট বন্ধ হয়ে যায় ও পথচারিরা আতঙ্কিত হয়ে পড়ে। পরে খুলনা অতিরিক্তি পুলিশ সুপার বি-সার্কেল আব্দুল কাদের বেগ, ওসি শাহ আওলাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।