আজহারুল হক, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে সোমবার থেকে শুরু হওয়া হরতালের সমর্থনে উপজেলার ১৫টি ইউনিয়নের বিভিন্নস্থানে ও গফরগাঁও পৌর এলাকায় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সদর উপজেলায় রোববার বিকেলে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। পরে বিএনপি কার্যালয়ে প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল আহবায়ক সর্দার মোঃ খুররুম, পৌর যুবদল সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রদল আহবায়ক মাহিবুর রহমান নাসিম, সিনিয়র যুগ্ন আহবায়ক আঃ আজিজ সাদেক, আঃ রাজ্জাক, কমল প্রমুখ। এছাড়াও উপজেলার পাঁচবাগ, রসুলপুর, উপজেলার পাগলা থানার অন্তর্গত পাগলা বাজারে মিছিল সমাবেশ করে বিএনপি নেতা-কর্মীরা।
