চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা দামুড়হুদার দর্শনায় পুলিশ-বিজিবি যৌথ অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকার মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করেছে। ৩০ অক্টোবর বুধবার ভোররাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে স্থানীয় নাস্তিপুর গ্রামের ইদু মিয়া (৩০), হাফিজুল ইসলাম (৩২) ও জাভেদ হোসেন (১৯)। বুধবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, বুধবার ভোররাতে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মহাসিন আলী ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তে ৭৩ নং মেইন পিলারের কাছে একটি কলা বাগানে ওত পেতে ছিল। ওইসময় ৮/১০ জন চোরাচালানী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় তাদেরকে ধাওয়া করে। চোরাচালানীরা ধাওয়া খেয়ে ৬টি চটের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ১শ ২৯ বোতল মদ ও ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মালের মূল্য ২ লক্ষ ৩০হাজার টাকা।
এছাড়া মঙ্গলবার মধ্যরাতে রাতে দামুড়হুদা উপজেলার দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুরাতন বাজার মোড়ে চ্যালেঞ্জ করে ইদু, হাফিজুল ও জাভেদকে আটক করে এবং তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৮হাজার টাকা।
