শ্যামলবাংলা ডেস্ক : সিরিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা রাসায়নিক অস্ত্রের সন্ধান পেয়েছে সরকারি সেনারা। দীর্ঘদিন ধরে বিদ্রোহীদের দখলে থাকা রাজধানী দামেস্কের উত্তর-পূর্বে জোবার এলাকায় একটি সুড়ঙ্গের ভেতরে এসব অস্ত্রের সন্ধান মিলেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর নিশ্চিত করে জানিয়েছে । জোবার এলাকায় বিদ্রোহীদের একটি ঘাঁটি ঘিরে ফেলার পর সরকারি সেনারা এসব অস্ত্রের সন্ধান পায় এলাকাটি এখন সরকারি সেনারা নিয়ন্ত্রণ করছে।
এদিকে, রাসায়নিক হামলার বিষয়ে তদন্ত দল পাঠানোর জন্য আলোচনা করতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অ্যাঞ্জেলা কেইন আজ সিরিয়া পৌঁছেছেন।
