ads

মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে হাতি তাড়াতে জ্বালানি তেল ও লাইট বিতরণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী
এপ্রিল ১৫, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি গ্রামের হাতি উপদ্রুত এলাকার জনগণ ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যদের মাঝে জ্বালানি তেল ও টর্চ লাইট বিতরণ করা হয়েছে। ১৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে উপজেলার রাংটিয়া রেঞ্জ অফিস কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, বনাঞ্চল ঘেঁষা গ্রামগুলোতে রাতের বেলা বন্যহাতির আক্রমণের ঝুঁকি বেশি। এই পরিস্থিতি মোকাবিলায় হাতি তাড়াতে ও জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সহায়তাকারী ইআরটি সদস্যদের প্রস্তুত রাখার উদ্দেশ্যই তাদের মধ্যে জ্বালানি তেল ও টর্চ লাইট বিতরণ করা হলো। মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে পাহাড়ি গ্রামবাসীর মাঝে সচেতনতা বৃদ্ধি করতে বন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস.বি তানভীর আহমেদ ইমন, রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম, তাওয়াকুচা বিট কর্মকর্তা মো. ইফাজ মোরশেদ শাহীন, ইউপি সদস্য গোলাম কিবরিয়া, ইআরটি’র সভাপতি-সম্পাদক ও সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Shamol Bangla Ads

এদিকে উপজেলা প্রশাসনের এই উদ্যোগে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, ধান পাকার মৌসুম শুরু হতেই প্রতি রাতে বনাঞ্চল থেকে হাতি ক্ষেতে নেমে আসছে। হাতি তাড়াতে গিয়ে নির্ঘুম রাত কাটছে তাদের। হাতি তাড়ানোর আলো ও জ্বালানি সংকট দেখা দিয়েছে গ্রামবাসীর মধ্যে। তাই জ্বালানি সংকট দূরীকরণের উদ্দেশ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সহায়তা বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। এদিন এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের মাঝে ২০টি টর্চ লাইট এবং স্থানীয় জনগণের মাঝে ৭০ লিটার জ্বালানি তেল বিতরণ করা হয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!