স্টাফ রিপোর্টার : ’ইয়ুথ অ্যাজ চেঞ্জ এজেন্ট ফর সোসাল কোহেশন প্রকল্প-আইইডি’ এর উদ্যোগে ও জেলা পুলিশের সহযোগিতায় শেরপুরের ধলা ইউনিয়নে বার্ষিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় কোহাকান্দা এস হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। ওইসময় তিনি মাদক, উগ্রবাদ, গুজব ও বাল্যবিবাহের কুফল তুলে ধরে একটি সুন্দর সমাজ ও পরিবার গঠনে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে অনুরোধ করেন। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুফল তুলে ধরে বলেন, তিনি নিজেও এক সময় নাটকে অভিনয় করতেন । যে কোন প্রয়োজনে প্রশাসনিক সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাসও প্রদান করেন। একই সাথে ৯৯৯ এর সেবা সমূহ সম্পর্কে সবাইকে অবিহিত করেন। সর্বশেষে তিনি সবাইকে মাদক, জঙ্গিবাদ, উগ্রবাদ, গুজব ও বাল্যবিবাহ বিরোধী শপথ পাঠ করান।
আইইডি’র লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন আইইডি’র প্রোগ্রাম অফিসার ইমতিয়াজ চৌধুরী শৈবাল। কোহাকান্দা এস হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চান মিয়া বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনউদ্যোগের সংগঠক, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, সদর পুলিশ ফাড়ির ইন্সপেক্টর হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা আবদুল ওহেদ, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা, কোহাকান্দা এস হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রধান শিক্ষক আজিজুল হক, আইইডি’র ইউনিয়ন সমন্বকারী সোলাইমান আহমেদ ও লক্ষণ রায় প্রমুখ।
আলোচনা পর্ব শেষে রাত ৮ টা থেকে আবারও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবক, যুবতী ও শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা ও নাটক প্রদর্শন করে। এগুলোর মাধ্যমে বাল্যবিবাহ, যৌতুক, মাদক, গুজব ও উগ্রবাদ বিরোধী এবং সামাজিক সম্প্রীতি, আত্মকর্মসংস্থান ও নারী ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বার্তা প্রদান করা হয়। উৎসবে উদীচী শিল্পীগোষ্ঠী ও জনউদ্যোগ কারিগরি সহায়তা প্রদান করে।
