ভাণ্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হলো দূর্ণীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৪। ভাণ্ডারিয়া উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়জনে শততা সংগের সহায়তায় ২৬শে মার্চ স্থানীয় বিহারী স্কুল মাঠে এক মানব বন্ধনের মধ্য দিয়ে
শুরু হয়ে আজ পহেলা এপ্রিল ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় সভা কক্ষে সততা সংগের ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের সদস্যদের অভিনয়ে “ছোট্র একটি ভুল”নাটক শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। এসময় ইউএনও কাজী মাহবুবুর রশিদ,ঐ বিদালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) স্বপ্না রায়,উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আঃরশিদ মাস্টার,সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলন ও মোঃ ছগির হোসেন সহ শিক্ষক,শিক্ষার্থী এবং কমিটির ও সততা সংগের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। অভিনয়ে ছিল কাস্টম অফিসার টিকলী সিকদার, স্ত্রী শান্তা,মেয়ে সুরাইয়া, ঠিকাদারী প্রতিষ্ঠান দানাদার এন্টারপ্রাইজ ও মাস্তানের অভিনয়ে ছিল পপি এবং মনি । পরে সপ্তাহ ব্যাপী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেণ প্রধান অতিথি। অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিলো বিতর্ক প্রতিযোগিতা, “দূর্নীতি করবোনা ,দূর্ণীতি সইব না ”এ শ্লোগান নিয়ে র্যালী,মসজিদে ক্ষুদবা, আলোচনা সভা ও শপথবাক্য পাঠ । পৃথক পৃথক ভাবে আয়োজিত অনুষ্ঠানে স্ব-স্ব স্থানের প্রধানগণ সহ ঐ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ,সাংবাদিক সহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
