ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাঈম বলেছেন, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত এ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলব। শনিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তাঁর সাথে উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাঈম বলেন, আমি মাটি ও মানুষের স্বার্থ এবং অধিকার সংরক্ষণের রাজনীতি করি। নিজ স্বার্থের জন্যে রাজনীতি করি না। আমি ভালোবাসি মাটি ও মানুষকে। তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবত উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়ীত্ব পালন করে আসছি। কিন্তু দলীয় কোন নেতাকর্মী থেকে শুরু করে সাধারন কোন মানুষ যদি বলতে পারেন আমি দালালী করে কোন বিষয়ে কারো কাছে একটি টাকা নিয়েছি, তবে আমি রাজনীতি ছেড়ে দেব। নাঈম বলেন, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারন মানুষকে কোন কাজে ঘুষ দিতে হবে না। সৃষ্টিকর্তা আমাকে যথেষ্ট দিয়েছেন। তিনি বলেন, আমি মানুষকে ভালোবাসি, তাদের সেবা করেই আমার জীবন উৎসর্গ করতে চায়।