গৌরনদী (বরিশাল) : ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে দ্বিতীয় বছরের ন্যায় গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজ বই মেলার দ্বিতীয় দিনে ‘ভাষা সংগ্রাম ও বাঙালি’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও সরকারি বরিশাল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাওলানা কেএম ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. শহীদুল আলম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকালের সহ-সম্পাদক অজয় দাশগুপ্ত, লেখক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আঃ হক চাষী ভাই, নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ একুশে বই মেলাস্থলে নির্মাণ করা হয়েছে প্রতীকি বধ্যভ‚মি, ভাষা ও মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি যাদের জন্য ধন্য এদেশ তাদের প্রতিকৃতি দিয়ে সাজানো গ্যালারি পরিদর্শন করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের নাটক মঞ্চস্থ হয়।
গৌরনদীতে প্রবীণদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত
কারিতাস বরিশাল অঞ্চলের প্রযত্ম প্রকল্পের আওতায় গতকাল সকালে গৌরনদী কারিতাস মিলনায়তনে প্রবীণদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়। কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান সমাজ সেবক কালিয়া দমন গুহ, ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার টেরিস রড্রিকস, পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। বক্তব্য রাখেন প্রযত প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মার্শেল রতন গুদা, জুনিয়র কর্মকর্তা পরিতোষ চক্রবর্তী, এনিমেটর সুনীল মল্লিক, প্রবীণ ক্লাব কর্মকর্তা মুক্তিযোদ্ধা শামছুল হক চোকদার, গৌরাঙ্গ বিশ্বাস, মোদারেস হোসেন প্রমুখ।
ভাষা শহীদদের নিয়ে কটুক্তি করে শহীদ দিবস পালনে বাঁধা দেয়ায় গৌরনদীতে মাদ্রাসা সুপার গ্রেফতার
ভাষা আন্দোলন ও শহীদদের নিয়ে কটুক্তি করে শিক্ষার্থীদের দিবসটি পালন করতে না দেয়ায় শুক্রবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর দাখিল মাদ্রাসার সুপারকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়সূত্র ও মাদ্রাসার একাধিক শিক্ষার্থীরা অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকেলে শিক্ষার্থীরা মাদ্রাসার সম্মুখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি গ্রহণ করা হয়। এসময় মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মো. আসাদুল্লাহ ভাষা আন্দোলন ও শহীদদের নিয়ে কটুক্তি করে শিক্ষার্থীদের দিবসটি পালনে বাঁধা দিলে শিক্ষার্থীরা পার্শ্ববর্তী কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থায়ী শহীদ মিনারে দিবসটি পালনের প্রস্তুতি নেয়। এতে সুপার আসাদুল্লাহ ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ওই শহীদ মিনারে কাঁদা মাটি লেপে দেয়। সকালে শিক্ষার্থীরা শহীদ মিনারে গিয়ে ওই অবস্থা দেখে সুপার আসাদুল্লাহর কাছে বিষয়টি জানতে গেলে তিনি শহীদ মিনারে মাদ্রাসার ছাত্ররা গেলে তাদের মাদ্রাসা থেকে টিসি দিয়ে বের করে দেয়া হবে বলে হুমকি.দেয়। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দেয়।
গৌরনদী থানার ওসি মো. আবুল কালাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাদ্রাসা সুপার আসাদুল্লাহর সাথে কথা বললে তিনি উত্তেজিত হয়ে ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করে। গ্রেফতারকৃত মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা মো. আসাদুল্লাহর বাড়ি বরিশাল সদর উপজেলার চরকাউয়া গ্রামে।
গৌরনদী উপজেলা নির্বাচনে জামানত হারাচ্ছেন যারা..
নির্বাচনে কাস্টিং ভোটের আটভাগের এক ভাগ ভোটও না পাওয়ায় প্রথম দফার উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের গৌরনদী উপজেলার অধিকাংশ প্রার্থীরা জামানত হারাতে বসেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা মো. দুলাল তালুকদার জানান, বিধি অনুযায়ী কোন প্রার্থী নির্বাচনে মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত করা হয়।
সেমতে, গৌরনদী উপজেলার বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন মিঞা মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২৫৮ ভোট, বিএনপির বিদ্রোহী প্রার্থী লোকমান হোসেন খান দোয়াত-কলম প্রতীক পেয়েছেন ১ হাজার ৬৬২ ভোট, নুর আলম হাওলাদার কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬৯ ভোট এবং জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন টেলিফোন প্রতীক নিয়ে ৬৩৪ ভোট পেয়ে জামানত হারাতে বসেছেন।
ওই উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান শ্যামল খলিফা তালা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৪৮৮ ভোট, জহির সাজ্জাদ হান্নান উড়োজাহাজ প্রতীক পেয়েছেন ২ হাজার ৯৯ ভোট ও আবু হানিফ খলিফা বই প্রতীক পেয়েছেন ৯৭৯ ভোট। নারী ভাইস চেয়ারম্যান পদে তাসলিমা পারভীন কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১৩ ভোট। অপর প্রার্থী কুলসুম বেগম প্রজাপতি প্রতীক নিয়ে ৯৫৫ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।
কালকিনিতে সাংবাদিক জাকির হোসেনের পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা
পুর্বশত্রুতার জের ধরে দৈনিক নয়া দিগন্তের কালকিনি উপজেলা সংবাদদাতা ও কালকিনি উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে পিটিয়ে তার ডান পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল দুপুরে এঘটনা ঘটে এবং তাকে গুরুতর আহত আবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংবাদিক জাকির হোসেন মোটরসাইকেল যোগে মাদারীপুর থেকে কালকিনি যাবার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপাড় নামক স্থানে পৌঁছুলে পিছন থেকে ৩টি মোটরসাইকেলে ৭-৮জন সন্ত্রাসী তার গতিরোধ করে হামলা চালায়। এসময় তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে তার ডান পা ভেঙ্গে দেয়। এঘটনার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক কিছু সময়ের জন্য অবরোধ করে স্থানীয়রা।