কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনধি : শুক্রবার সকালে গাজীপুরের কালীগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা চত্তরে শিশুমেলা আইডিয়াল স্কুলে অমর একুশের উপর শিশুদের উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। পরে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমান, মৎস্য অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইন, শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খান, যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী, শিশুমেলা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আবিদা সুলতানা, উপাধক্ষ্য শোভনা দাস প্রমুখ।