শ্যামলবাংলা স্পোর্টস : ভালো খেলেও টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হার মানতে হয়েছে। প্রথম ওয়ানডেতেও বেশ সুবিধাজনক অবস্থায় থেকেও হেরে যাওয়ায় বাংলাদেশের সামনে আরেকটি সিরিজ হারের আশঙ্কা দেখা দিয়েছে। আর তাই বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা ফেরাতে মরিয়া মুশফিকুর রহিমের দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা একটায়।
২০১১ সালের ডিসেম্বরে পাকিস্তানের কাছে সর্বশেষ দেশের মাটিতে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর ওয়েস্ট ইন্ডিজকে ৩-২ ও নিউ জিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা।
জয়ের জন্য বৃহস্পতিবার ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিনটি বিভাগেই সতীর্থদের সেরাটা দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান।
বুধবার দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিরিজ বাঁচিয়ে রাখতে হলে আমাদের জিততেই হবে। আমাদের এখন শুধু সেদিকেই মনোযোগ। ছোট-খাটো ভুল না করলে আর ভাগ্যের একটু সহায়তা পেলে আমাদের জেতার সামর্থ্য আছে।
স্বাগতিক দলের জন্য দুশ্চিন্তার বিষয় হচ্ছে, উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও দেশের অন্যতম সেরা পেসার মাশরাফি বিন মুর্তজা এখনো চোট কাটিয়ে সেরে উঠতে পারেননি। তবে দ্বিতীয় ওয়ানডেতে তাদের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ। তামিম ফিরলে বাদ পড়তে পারেন অলরাউন্ডার মাহমুদুলাহ রিয়াদ। মাশরাফির প্রত্যাবর্তন হলে বাদ পড়বেন সোমবারই ওয়ানডেতে অভিষেক হওয়া পেসার আল-আমিন হোসেন।
আঙুলের চোট সেরে উঠায় মুশফিক উইকেটরক্ষকের দায়িত্ব পালন করলে দলে ফিরতে পারেন অলরাউন্ডার নাঈম ইসলাম। নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক (তিন ম্যাচে ৫৪.৩৩ গড়ে ১৬৩ রান) উপেক্ষিত ছিলেন প্রথম ওয়ানডেতে।