শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় ইউএসএআইডি ও এসিডিআই ভোকা এর সহযোগীতায় এবং কোডেকের ব্যাবস্থাপনায় স্কাউট ও গার্লস গাইড সদস্যদের দূর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাস বিষয়ক এক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তাফালবাড়ি স্কুল এ্যান্ড কলেজ, সুন্দরবন মাধ্রমিক বিদ্যালয়, সোনাতলা আলিম মাদ্রাসা ও সাউথখালী নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০ জন স্কাউট ও গার্লস গাইড এ প্রশিক্ষনে অংশ গ্রহন করে। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কোডেক প্রোগ্রামের ট্রেইনিং অফিসার রাগিব আহসান ও সহকারী ট্রেইনিং অফিসার মোঃ আবু তাহের।