তাপস চন্দ্র সরকার, কুমিলা : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী ধামে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ব্রহ্মচারী আশ্রমে বিগত বছরের ন্যায় এবারও আসছে ১২ ফাল্গুন ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বারদী’র ব্রহ্মজ্ঞ মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার “বার্ষিক পাদুকা উৎসব” অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষ্যে প্রথমদিন ২৪ ফেব্রুয়ারী সোমবার রাত ৮টায় মাদারীপুর হতে আগত সম্রাট সরকার ও ফরিদপুরের সহদেব সরকার এর পরিবেশনায় “কবিগান”। দ্বিতীয়দিন সকাল ৬টা থেকে যথাক্রমে উষাকীর্তন, শ্রী শ্রী গীতা পাঠ, বাবার জীবনী পাঠ, বাবার বাল্যভোগ, প্রসাদ বিতরণ, বগুড়া হতে আগত শ্রীমতি যশোদা রানী’র পরিবেশনায় “পদাবলী কীর্তন”। বিকেল ৪টায় বাবার রাজভোগ, উৎসবে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ, সন্ধ্যায় বাবার সন্ধ্যারতি কীর্তন। সবশেষে শ্রীমতি যশোদা রাণীর পরিবেশনায় “পদাবলী কীর্তন”।
ওই উৎসবানুষ্ঠানে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সকলে প্রতিটি পর্বে উপস্থিত হয়ে উৎসবানুষ্ঠানকে সার্থক ও সাফল্যমন্ডিত করার অনুরোধ জানিয়েছেন- শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ব্রহ্মচারী আশ্রম পরিচালনা কমিটির সভাপতি ব্রি: জে: (অবঃ) জয়ন্ত কুমার সেন ও সাধারণ সম্পাদক শংকর কুমার দে (সাংবাদিক)।