ঝালকাঠি প্রতিনিধি : ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্সের (এনসিটিএফ) ঝালকাঠি জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন মঙ্গলবার শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত প্রধান অতিথি এবং শিশু একাডেমির জেলা সংগঠক নারগীস সুলতানা, জেলা শিল্পকলা একাডেমির সদস্যসচিব মনোয়ার হোসেন খান, সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু ও উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক গোলাম সাঈদ খান বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন এনসিটিএফ সভাপতি মেহেদী হাসান শুভ। প্লান বাংলাদেশ এর ইয়ুথ ভলান্টিয়ার সজীব খোন্দকার, এনসিটিএফ এর উপদেষ্টা সোহানুর রহমান এবং সদস্য স্বর্ণা রায় ও হাবিবুর রহমান মাহিম বক্তৃতা করেন। পরে সরাসরি ভোটের মাধ্যমে এনসিটিএফের নতুন কমিটি গঠন করা হয়। ১১ সদস্যের কমিটিতে মেহেদী হাসান তুহিন সভাপতি ও স্বর্ণা রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।