অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় সওজ বিভাগের সড়কের দু’পাশ ধ্বসে যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধের উপক্রম হয়ে পরেছে। সড়কের দু’পাশ ধ্বসে যাওয়ায় অহরহ ঘটছে দূর্ঘটনা। এব্যাপারে সওজ কর্তৃপক্ষের কোন মাথাব্যথা নেই।
স্থানীয়সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার থানার সামনে থেকে কালকিনি উপজেলার ডাসার পর্যন্ত সড়কটি আগৈলঝাড়া থানার সামনে থেকে ১ কি.মি উত্তরদিকে সড়কের দু’পাশ ধ্বসে যাওয়ায় যানবাহন ও জনসাধারণের চলাচল বর্তমানে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ সড়কে প্রতিদিন শত শত ট্রাক, টেম্পো, মিশুক, নসিমন, রিকশা-ভ্যান, মোটরসাইকেল, বাইসাইকেলসহ বিভিন্ন হালকা ও ভারী যানবাহন চলাচল করে। সড়কটি দিয়ে প্রতিদিন উত্তর-পশ্চিমাঞ্চলের হাজার হাজার শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন যাতায়াত করে। ভারী যানবাহন চলাচল ও সড়কের উভয়পাশে পাইলিং না থাকায় সড়কটির দু’পাশ ধ্বসে পরেছে। ফলে সড়কে চলাচলকারী যানবাহন ও জনসাধারণ প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে। সওজ কর্তৃপক্ষকে বারবার বলা হলেও তারা কোন ব্যবস্থা নিচ্ছেনা। এব্যাপারে বরিশাল সওজ’র এসও শিশির কুমার বড়াল জানান, রাস্তা সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। অনুমোদন হলেই সংস্কার কাজ শুরু হবে।