চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ শিক্ষা সফর-২০১৪ উপলক্ষে চিতলমারী শেখ হেলাল উদ্দীন একাডেমীর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের এক মিলন মেলায় পরিনত হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার। গত শুক্রবার (১৪ ফেব্র“য়ারী) শেখ হেলাল উদ্দীন একাডেমীর দক্ষ শিক্ষকগণ ২শ ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবিকাদের নিয়ে চারটি বাসযোগে সকাল ৯ টায় জাতির জনকের মাজারের উদ্দেশ্যে রওনা হয়। দুপুর ১১ টায় মাজারে পৌছায় ও সকলে নাস্তা খেয়ে মাজারের বিভিন্ন স্থানে দেখতে শুরু করেন। বেলা ১.৩০ মিঃ ছাত্র-ছাত্রী শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শুরু হয় নৃত্য ও ক্রীড়া প্রতিযোগিতা। ছাত্র-ছাত্রীদের মধ্যে দৌড় প্রতিযোগিতা, বালতিতে বল নিক্ষেপ, শিক্ষকদের মধ্যে বালতিতে বল নিক্ষেপ ও অভিভাবিকাদের মধ্যে শুরু হয় চোখ বেধে হাড়ি ভাঙ্গা খেলা। বিকেল ৩ টায় সকলের মধ্যে দুপুরের খাবার বিতরণ শেষে পুনরায় বাসযোগে ঘোনাপাড়ায় বঙ্গবন্ধু ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখার উদ্দেশ্যে রওনা হযে যান। শেখ হেলাল উদ্দীন একাডেমীর দক্ষ শিক্ষকদের মধ্যে ছিলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুমুদ রঞ্জন বালা, সজল কুমার রায়, মোঃ হাবিবুর রহমান, শামীম মাঝি, স্মৃতিকনা, পূরবী, অম্বরীশ, শিপ্রা।
চিতলমারীতে বাদীকে হত্যা ও মামলা তুলে নেবার হুমকি
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারীতে হাবিবুর রহমান সরদার নামের এক বাদী ও তার পরিবারকে আসামী পক্ষ হত্যা ও মামলা তুলে নেবার জন্য হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে, ২০১৩ সালের ১৩ ডিসেম্বর চরশৈলদাহ গ্রামের মৃত জলিল শেখের বখাটেপুত্র কাদের শেখ (৪২) তার একটি প্রভাবশালী গ্র“প নিয়ে হাবিবুর রহমানের ভাই জাহাঙ্গীরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় বাদী হয়ে চিতলমারী থানায় ২০নং একটি মামলা রুজু করেন। আসামী কাদের শেখ ১৪ দিন হাজতবাস থাকার পর জামিনে এসে স¤প্রতি হাবীব ও তার পরিবারকে হত্যার হুমকি প্রদান করেছে মামলা তোলার জন্য। প্রতিনিয়ত কাদের শেখ বাজারে বলাবলি করছে হাবিবের পায়ের রগ কেটে দেবে। এ ঘটনায় ১৪ ফেব্রুয়ারী হাবিব চিতলমারী থানায় ৫৯১ নং একটি সাধারন ডায়েরী করেছেন।