কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ কাবাডি ফেডারেশন উদ্যোগে ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মারসেল আন্ত:জেলা ও খুলনা বিভাগীয় পর্যায়ের আঞ্চলিক মহিলা কাবাডি প্রতিযোগীতা ২০১৪ এর কুষ্টিয়া ভেন্যুর খেলা উদ্বোধন হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল ফেরদৌস এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
কাবাডি উপ-পর্ষদ ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আব্দুল খালেক মন্ডলের সভাপতিত্বে এসময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ্যাড. অনুপ কুমার নন্দী, জহুরুল হক রঞ্জু, সাধারন সম্পাদক মোঃ মকবুল হোসেন লাবলু, যুগ্ম সম্পাদক খন্দকার সাদাত-উল আনাম পলাশ, এ্যাড. মোসাদ্দেক আলী মণি ও কোষাধ্যক্ষ খন্দকার ইকবাল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন, পৃষ্ঠপোষকতা ও মারসেল কোম্পানীর সহকারী পরিচালক রবিউল হাসান সুমন। খেলায় কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহ জেলা দল অংশগ্রহণ করেন।