চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত থেকে বিজিবি সদস্যরা একটি বিদেশী পিস্তল ও গুলি, মদ, ফেনসিডিলসহ ১৪ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক বিএ-৪২৯২ লেঃ কর্ণেল এসএম মনিরুজ্জামান জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে তার নেতৃত্বে¡ বিজিবির একটি বিশেষ টহল দল বৃপস্পতিবার সন্ধায় দর্শনা আইসিপির কাছে ৭৫ নাম্বার নোমেন্স পিলারের নিকটে এ্যাম্বুস করে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভারত হতে পাচারকৃত অস্ত্র নিয়ে জনৈক ব্যক্তি দেশে প্রবেশ করে এ্যাম্বুস নেওয়া বিজিবি সদস্যদের সামনে পড়ে তার হাতে থাকা ব্যাগটি ফেলে ভারতে পালিয়ে যায়। এসময় টহল কমান্ডার তাৎক্ষনিক ব্যাগটি জব্দ করে এবং খুলে দেখেন ব্যাগের মধ্যে ৩০ বোতল ফেন্সিডিল, ভারতীয় পিস্তল ০১টি (৮ ইঞ্চি) ও ০১টি তাজা গুলি উদ্ধার করে।
এছাড়া, শুক্রবার ভোর ৫ টার দিকে ৩০০ বোতল মদ, ২০০ বোতল ফেনসিডিল ও ২৯ হাজার ৬০০ পাতা হাইডোকুলিট ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত এসব মালামালের সূল্য প্রায় ১৪ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।