মো. জাফর উল্লাহ, কলমাকান্দা (নেত্রকোণা) : নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক যুবলীগ নেতা ফজলুল হক গতকাল বৃহস্পতিবার কর্মী সমর্থকদের ২ শতাধিক মোটর সাইকেল বহর নিয়ে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের সাধারণ ভোটারদের সাথে গণসংযোগ এবং পথসভা করেছেন।
জানা গেছে, আসন্ন উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শিক্ষানুরাগী ফজলুল হক দীর্ঘদিন ধরে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক কাজ করেছেন। গতকাল বৃহস্পতিবার কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি কলমাকান্দা বাজার, রংছাতি ইউনিয়নের পাঁচগাও বাজার, খারনৈ ইউনিয়নের বাউসাম বাজারে গণসংযোগ এবং কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে তার সাথে ছিলন নুরু মেম্বার, আব্দুল হান্নান, তোরাব আলী, নুনু মিয়া, আব্দুর রব, মান্নান মিয়া প্রমুখ।