ভোলা প্রতিনিধি : লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আকতারুজ্জামান টিটবকে দল থেকে বহিস্কার করা হয়েছে। গতকাল কেন্দ্রীয় বিএনপির যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে টিটবকে বহিস্কারের কথা বলা হয়। চিঠিটি লালমোহনে মিডিয়া কর্মী ও দলীয় নেতা-কর্মীদের হাতে এসে পৌঁছায় । দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে দলীয় গঠনতন্ত্রে ৫ (গ) ধারা মোতাবেক জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিস্কার করা হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর কার হবে । চিঠির অনুলিপিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ও জেলা বিএনপির সভপতি /সম্পাদক বরাবর পাঠানো হয়েছে। এর আগে জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত একটি চিঠি ৯ ফের্রুয়ারি বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার’ র কাছে পাঠানো হয়। ওই চিঠিতে আকতারুজ্জামান টিটব লালমোহনে বিএনপির প্রার্থী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে প্রচার অব্যাহত রেছেছেন বলে উল্লেখ করা হয়। এই অবস্থায় বিএনপির দলীয় প্রার্থী সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতকে বিজয়ী করতে হলে আকতারুজ্জামান টিটবকে লালমোহনের বিএনপির কোন পদে না থাকলেও জেলা বিএনপির সদস্য পদে আছেন বলে উল্লেখ করা হয়। লালমোহন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মার্শাল হিমু বলেন, বিএনপিন বিদ্রোহী প্রার্থী আকতারুজ্জামান টিটবকে দল থেকে বহিস্কারের কাগজ হাতে পেয়েছেন বলে জানিয়েছেন।