ads

মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০১৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে অনশন কর্মসূচি ৩১ মার্চ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১১, ২০১৪ ৮:২৭ অপরাহ্ণ

sagar-runi_শ্যামলবাংলা ডেস্ক : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামী ৩১ মার্চ অনশন কর্মসূচি পালন করবেন সাংবাদিকরা। ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার সাগর-রুনি স্মরণে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সভায় ওই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Shamol Bangla Ads

ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সভায় সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরী জানান, সাগর-রুনি হত্যার বিচার দাবিতে কর্মরত সাংবাদিকরা আগামী ৩১ মার্চ দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করবেন। ডিআরইউ প্রাঙ্গণে ওই কর্মসূচি পালন করা হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিহত সাংবাদিক সাগর সরওয়ারের মা সালেহা মনির, সাংবাদিক দম্পতির একমাত্র শিশুসন্তান মিহির সরওয়ার মেঘ, সাংবাদিক মেহেরুন রুনীর ভাই নওশের আলম রোমান এবং ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশ মঙ্গলবার যৌথভাবে সমাবেশ করছে। এ ছাড়া সহকর্মী হত্যাকাণ্ডের বিচার চেয়ে মাছরাঙা টেলিভিশন মানববন্ধনসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।
সভায় সাগরে মা সালেহা মনির কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি খুনিদের গ্রেফতার দেখতে চাই।
বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক ছিলেন সাগর সরওয়ার এবং তার স্ত্রী মেহেরুন রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক। ওই সাংবাদিক দম্পতি থাকতেন রাজধানীর ফার্মগেটের পশ্চিম রাজাবাজারের ৫৮/১/১ নম্বর বাড়ির ৫ তলার একটি ফ্ল্যাটে। ২০১২ সালের ১১ ফেব্র“য়ারি সকালে ওই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তাদের রক্তাক্ত ক্ষত-বিক্ষত লাশ। হত্যাকাণ্ডের সময় ওই ফ্ল্যাটে ছিল তাদের একমাত্র শিশুসন্তান মিহির সরওয়ার মেঘ। বাসার ভেতর সাংবাদিক দম্পতিকে নৃশংস হত্যাকাণ্ডের পর সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবি ওঠে। সরকারের পক্ষ থেকেও দ্রুত দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়া যায়। হত্যাকাণ্ডের পরের দিন নিহত রুনির ছোট ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে র‌্যাব তদন্ত করছে।
তবে হত্যাকারীদের গ্রেফতারের দাবি আর দাবি বাস্তবায়নের আশ্বাসের মধ্যেই মঙ্গলবার পার হচ্ছে এ নির্মম হত্যাকাণ্ডের দুই বছর। দুই পরিবারে চলছে হত্যাকারীদের বিচার চেয়ে আকুতি। দুই বছর পরেও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে নানা কর্মসূচি পালন করতে হচ্ছে সাংবাদিক সংগঠনগুলোকে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!