নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী) : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াত ক্ষমতায় এসে রাজশাহীসহ সারাদেশে জঙ্গীবাদ সন্ত্রাস সৃষ্টি করে কালো টাকা বানিয়েছেন। আমরা ক্ষমতায় এসে জঙ্গীবাদ ও সন্ত্রাসের মুলোৎপাটন করেছি। তিনি ৮ ফেব্রুয়ারী শনিবার বিকেলে চারঘাটে সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় ওই কথা বলেন।
এসময় তিনি বলেন, বিএনপি-জামায়াতের অবরোধ হরতাল অবরোধে মানুষ সাড়া দেয়নি। বিএনপি জামায়াত ৩৪দিন অবরোধ দিয়ে ২শ ৩৫ জন সাধারণ মানুষ ২৬ জন যাত্রী ৫৫ জন চালক পুড়িয়ে মেরেছে। বিএনপি জামায়াতের কাছে হিন্দু মুসলমান কেউই নিরাপদ নয়। আমরা গাড়ি কিনেছি ওরা গাড়ি পুড়িয়েছে পুজা মন্ডপ পুড়িয়েছে,
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ধ্বংসের রানী। আমাদের লক্ষ্য দেশের কল্যাণ। আগামীতে আমরা প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেবো। ইতোমধ্যে আমরা বিধবা ভাতা বয়স্ক ভাতা চালু করেছি বিনা মূল্যে ৩০ কোটি বই শিশুদের হাতে তুলে দিয়েছি। শিশুদের বই কেনার দায়িত্ব আ’লীগ নিয়েছে। শিক্ষা প্রসারে শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করেছে বর্তমান সরকার। সারা দেশে বন্ধ কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। সেখানে ২৮ প্রকার ঔষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে। একটি বাড়ি একটি খামার প্রকল্প হাতে নিয়ে দারিদ্র বিমোচনের আমরা ভূমিকা রেখেছে চলেছি। আগামীতে কোন মানুষ গৃহহীন থাকবে না। প্রতিটি উপজেলায় ফ্লাট নির্মান করে মানুষের আবাষ গোড়ে তোলা হবে। উপজেলার একটি স্কুলে ভোকেশনাল ট্রেনিং এর উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস নির্মান করা হবে।
শেখ হাসিনা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি উদ্দেশ্য করে বলেন, উনি ৫ জানুয়ারীর নির্বাচন বন্ধ করতে চেয়েছিলেন কিন্তু পারেন নি। এমনকি বিরোধী দলীয় নেত্রীর পদ তিনি হারিয়েছেন। শতকরা ৪০ ভাগ মানুষ নির্বাচনে ভোট দিয়েছেন। বিএনপি জামায়াতের ককটেল বুলেট উপেক্ষা করে আ’লীগ প্রার্থীকে জয়যুক্ত করায় চারঘাট-বাঘাবাসীকে তিনি ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বিএনপির উপজেলা নির্বাচনে অংশগ্রহনের কথা উলেখ করে বলেন, তারা জাতীয় নির্বাচনের ট্রেন ফেল করে উপজেলা নির্বাচনের ট্রেনে চড়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা বলেছে, আওয়ামী লীগের সাথে বাংলাদেশের অধিকাংশ মানুষ রয়েছেন।
আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে প্রধানমন্ত্রী চারঘাট ও বাঘা উপজেলাসহ রাজশাহী জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করেন।