কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় কাঠালিয়া উপজেলা দলীয় কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৫ জানুয়ারী নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষে নেতাকর্মিদের গ্র“পিং বাদ দিয়ে একত্র হয়ে কাজ করার আহবান জানান স্থানীয় নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জেপির আহবায়ক মো. এনায়েত হোসেন খসরু। বক্তব্য রাখেন এবিএম হুমায়ুন কবির, শাহনেওয়াজ আকন গেন্দু, জাকির হোসেন মজনু, দুদা মিয়া প্রমূখ।

