সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্থানে পুলিশের সাথে অবরোধকারীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত: ১০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে প্রায় অর্ধশতাধিক রাউন্ড টিয়ারশেল, রাবার বুলেট ও সর্টগানের গুলি নিক্ষেপ করেছে পুলিশ। ২৭ নভেম্বর বুধবার সন্ধ্যায় ওই সংর্ঘষের ঘটনা ঘটে।
জানা যায়, অবরোধের দ্বিতীয় দিন বুধবার সিরাজগঞ্জ জেলা বিএনপি ও ১৮ দলের পক্ষ থেকে ডাকা বৃহস্পতিবারের হরতালের সমর্থনে শহরের বিভিন্ন পয়েন্টে থেকে পৃথক পৃথক মশাল মিছিল বের করে বিএনপি কর্মীরা। এ সময় পুলিশ মিছিলে বাঁধা দিলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে পুলিশও টিয়ারশেল, রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়ে। এতে অন্তত: ১০জন আহত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম ওই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।