ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে স্বাধীনতা দিবস পালনের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হেমায়েত উদ্দিন। দিবসটি শান্তিপূর্ণ ও সফলভাবে পালনের আহবান জানিয়ে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন। স্বাধীনতা দিবসটি পালনের জন্য একটি মূল কমিটি ও কর্মসূচী পরিচালনার জন্য ১৭টি উপ-কমিটি গঠন করা হয়।




