কেশবপুর(যশোর) প্রতিনিধি : যশোর আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি, কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও ওয়ার্কাস পার্টির জেলা নেতা কমরেড অ্যাড. আবুবকর সিদ্দিক জামায়াত শিবিরের ক্যাডরদের হামলায় মারাত্বক জখম হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ঘটনায় কেশবপুরের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, যশোর আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে অ্যাড, আবুবকর সিদ্দিকীর সাথে কেশবপুরের ৬জন আইনজীবী যশোরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে মনিরামপুর উপজেলার চিনাটোলা ইউনিয়ন পরিষদের সামনে পৌছলে জামায়াত শিবিরের ক্যাডাররা তার ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। এসময় অন্য আইনজীবীদের হস্তক্ষেপে সে একটি ঘরের মধ্যে পালিয়ে প্রাণে রক্ষা পায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। তার সঙ্গীয় আইনজীবী অ্যাড. আব্দুল মজিদ জানান, ২০০৫ সালে কেশবপুর পাবলিক ময়দানে ওয়াজ মাহফিলে এক বক্তব্যকে কেন্দ্র করে অ্যাড. আবুবকর সিদ্দিক বাদী হয়ে দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা করায় জামায়াত শিবির ক্যাডররা তার ওপর এ হামলা চালায়।
