চুয়াডাঙ্গা প্রতিনিধি : ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের দ্বিতীয় দিন রেললাইন ও প্রেসক্লাবের সামনে অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা। ২৭ নভেম্বর বুধবার রাতে ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টায় অবরোধকারীরা চুয়াডাঙ্গা স্টেশন প্লাটফর্মে ও রেললাইনের ওপর আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ তা নিভিয়ে ফেলে। অপরদিকে রাত ৯টার দিকে প্রেসক্লাব চুয়াডাঙ্গার সামনে রাস্তার ওপর টায়ারে আগুন ধরিয়ে চলে যায় অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশের একটি টহলটিম ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। তবে ওই দুটি আগুনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
