হোসেনপুর(কিশোরগঞ্জ)সংবাদদাতাঃ কিশোরগঞ্জের হোসেনপুরে অন্তঃস্বত্বা গৃহবধূর মৃত্যুর বিচার দাবীতে মানববন্ধন করেছেন প্রয়াত কুলসুমের পরিবারের লোকজনসহ এলাকাবাসী।
মামলার বিবরণ ও অন্যান্য সূত্রে জানাযায়,২৬নভেম্বর মঙ্গলবার সকালে হোসেনপুর-শাহেদল-কিশোরগঞ্জ সড়কে প্রয়াত গৃহবধু কুলসুমের স্বামী আলা-আমিন নেতৃত্বে শতশত নারী পুরুষ রাস্তায় দাড়িয়ে মানববন্ধনে অংশ নিয়ে অন্তঃস্বত্বা কুলসুমের অকাল মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্ত মূলক বিচার দাবী করেন। এ সময় আল-আমিন ও তার ভাই বাক্কারসহ অনেকেই জানান, গত ২১ নভেম্বর সন্ধ্যায় মুরগী ব্যবসায়ী আল-আমিন হোসেনপুর বাজার থেকে মুরগী বিক্রি করে বাড়ি আশার পথে একটি পান দোকানের সামনে বকুল মিয়ার লোকজন আল-আমিনকে আটকিয়ে মুরগী চুরির ঘটনা সাজিয়ে তাকে বেধরক প্রহার করতে থাকে।খবর পেয়ে তার অন্তঃস্বত্তা স্ত্রী কুলসুম ছুটে এসে স্বামীকে বাচাঁতে চাইলে তাকেও প্রহার করে এবং স্বামী-স্ত্রীকে মাথা ন্যাড়া করে গ্রাম ঘুরানোর প্রস্তুতি নেয়।এ সময় চিৎকার করে আল-আমিন বারবার নিজেকে নির্দোষ দাবী করলেও কেউ তার কথা কর্ণপাত না করে কয়েকজন গ্রাম্য মাতাব্বর মুরগী চুরির দায়ে ৩০০ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়। এরই ধারাবাহিকতায় লজ্জায় ঘৃণা ও অপমানে জ্বালা সইতে না পেরে ২২ নভেম্বর গৃহবধু কুলসুম আক্তার বিষ পান করে।বাড়ির লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে হোসেনপুর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। উল্লেখ্য,২২ নভেম্বর বকুল মিয়ার হারানো মুরগী ফিরে পেলেও ফিরে পায়নি এতিম শিশুপুত্র খোকা তার মাকে। বিষয়টি এলাকায় দারুন চাঞ্চল্যেরসৃষ্টি করলে প্রয়াত গৃহবধুর পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করে মৃত্যুর জন্য দায়ী বকুল মিয়া গংদের বিচার দাবী করেন।