সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : বে-সরকারী সংস্থা কারিতাস রাজশাহী অঞ্চলের আলোঘর প্রকল্পের আয়োজনে ছাত্রছাত্রীদের উপবৃত্তির দাবিতে র্যালী ও অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি র্যালী স্কুল পরিচালনা কমিটির সভাপতি নগেন পাহানের নেতৃত্বে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডাকবাংলোর সামনে এসে মিলিত হয়। অ্যাডভোকেসী সভায় বক্তব্য প্রদান করেন আলোঘর প্রকল্পের পতœীতলা শাখার এরিয়া কো-অর্ডিনেটর আছিয়া খাতুন, কারিতাসের সমাজ উন্নয়ন কর্মকর্তা ফুলজেন সিউস মারান্ডী, ব্র্যাক বদলগাছী শাখার প্রোগ্রাম অফিসার রওশন আলী, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার উজিফা মন্জুমান, আলোঘর পতœীতলা শাখার সুপার ভাইজার অভিলাষ বিশ্বাস, উপজেলা আদিবাসী ফোরামের সভাপতি সরেশ তম, সমাজ উন্নয়নের সভাপতি সুশেন পাহান প্রমুখ।