ইয়ানুর রহমান, যশোর : বেনাপোলে বোমা রক্ষনাবেক্ষনকালে বিষ্ফোরণে ঘটনায় উজ্বল (২০) নামে এক বোমার কারিগর গুরুতর আহত হয়েছে।
১৭ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১১ টায় বেনাপোল পৌরসভার বাহাদুরপুর সড়কে একটি বাড়িতে এই বিষ্ফোরণ ঘটে। ওই ঘটনায় পুলিশ উজ্বল ও তার মা কুখ্যাত মাদক ব্যবসায়ী বেবিকে আটক করেছে। সে বেনাপোল ভবেড়বেড় গ্রামের হাত কাটা তোতা মিয়ার ছেলে। রবিবার সকাল সাড়ে ১১ টার সময় ঘরের মধ্যে বোমা তৈরী করে রক্ষনাবেক্ষনকালে বিষ্ফোরণে সে গুরুতর জখম হয়। এ ঘটনা পুলিশ জানতে পেরে উজ্বল ও তার মাকে আটক করেছে।
বেনাপোল পোর্ট থানার তদন্ত ওসি মাহতাব উদ্দিন জানান, ঘরের মধ্যে বোমা সংরক্ষনের সময় বিষ্ফোরণের ঘটনায় ছেলে ও মা কে আটক করা হয়েছে।
