চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বটিয়াপাড়া-পাঁচকমলাপুর সড়কে করিমনের (ভটভটি) চাকায় পিষ্ট হয়ে মিনারা খাতুন (৪৫) নামে ১ গৃহবধূর নিহত ও ২ জন আহত হয়েছেন। শনিবার বেলা ১১টায় পাঁচকমলাপুর বাজার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনারা আলমাডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর গ্রামের মসলেম এর স্ত্রী। বেলা ১টায় চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, আলমডাঙ্গার পাঁচকমলাপুর গ্রামের মিনারা খাতুন নীলমনিগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পাঁচকমলাপুর বাজার মোড়ে পৌঁছালে করিমনে এক্সেল ভেঙে যায়। এ সময় চাকার নিচে পড়ে মিনারা খাতুন, সায়রা খাতুনসহ অজ্ঞাত তিন জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মিনারা মারা যায়।