এম. এ করিম মিষ্টার : নীলফামারী, ভোলা ও জামালপুরে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ১২ নভেম্বর মঙ্গলবার এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেনকে ( ভোলার ডিসি হিসেবে বদলীর আদেশাধীন) নীলফামারীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সেলিম রেজাকে (নীলফামারীর ডিসি হিসেবে বদলীর আদেশাধীন) ভোলা এবং সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহাবুদ্দিন খানকে (মুন্সিগঞ্জের ডিসি হিসেবে বদলীর আদেশাধীন) জামালপুরে নিয়োগ দেয়া হয়েছে।
