তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৩ নভেম্বর বুধবার ভোর সাড়ে ৫টায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১১টি দোকান পুড়ে গেছে এবং প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
দাউদকান্দি ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার রায়পুর বাজারের গোপালের সুতার দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের মুদি দোকান, কাপড়ের দোকান ও সুতার দোকানসহ ১১টি দোকানে আগুন লেগে যায়। দাউদকান্দি উপজেলা সদর থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট এসে স্থানীয় লোকদের সহযোগিতায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ব্যবসায়ী ও দোকান মালিকদের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে দাবি করেন তারা। আগুন লাগার খবর পেয়ে দাউদকান্দি উপজেলার নির্বাহী অফিসার খন্দকার জাকির হোসেন ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছেন।
