জামালপুর প্রতিনিধি : জামালপুর সদরের শরিফপুরে বিদ্যুৎপৃষ্টে আজিজুল হক (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত আজিজুল হক সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে বাসিন্দা।
জানা যায়, সোমবার রাত ৮টায় সে বাড়ী ফেরার পথে পিন্টু মাষ্টারের বাড়ী থেকে পুকুরের সংযোগ বৈদ্যুতিক তার লাঙ্গলে আটকে যায়। পরে সে তার ছাড়াতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সারা রাত তার পেচানো অবস্থায় ঘটনাস্থলে পড়ে ছিল। মঙ্গলবার আজিজুল হককে শরিফপুর ইউনিয়নের বগালী গ্রামের পিন্টু মাষ্টারের পুকুরের বিদ্যুৎ সংযোগ তারের সাথে পেঁচানো মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এলাকাবাসী জানিয়েছেন, পুকুর মালিক মিন্টু মাষ্টার অবৈধভাবে ঝুঁকি নিয়ে ওই বৈদ্যুতিক লাইনের তার পুকুরে নিয়েছিল। তার খামখেয়ালীপনার কারণে একটি তাজা প্রাণ ঝরে গেল।
