এম লুৎফর রহমান নরসিংদী প্রতিনিধি : স্ত্রীকে শ্বাস রুদ্বকরে হত্যাকরে লাশ হাসপাতালে ফেলে রেখে লম্পট স্বামী লাল্টু ও তার সহযোগী শাহীন নামে এক বখাটে উধাও হওয়ার খবর পাওয়া গেছে । পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে কামাল নামে এক যুবককে হাসপাতাল থেকে আটক করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর একটায় নরসিংদী জেলা হাসপাতাল ইর্মাজেন্সেী ওয়ার্ডে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, দুপুর ১ টার সময় নরসিংদী জেলা হাসপাতালে অজ্ঞাতনামা এক যুবক ২২ বছরের এক মৃত মহিলাকে গেইটে রেখে পালিয়ে যাওয়ার সময় হাসপতাল কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা নরসিংদী থানা পুলিশকে খবর দেয় এবং অজ্ঞাত নামা যুবককে আটকরে । পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে জিজ্ঞাসা বাদ করলে সে জানায়, নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকার লক্ষী কান্ত শিং ওরফে লকুর পুত্র লাল্টু শিং বিগত প্রায় দশ এগার মাস পূর্বে একই এলাকার দাশপাড়া মহলার এক সন্তানের জননী গৃহবধু সকুন্তলা চৌধুরী ওরফে বুল্টি কে ফুসলিয়ে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে। পরে স্বামী স্ত্রী হাসনাবাদ এলাকায় ভাড়া থেকে বসবাস করে আসছে। ঘটনার দিন ঘাতক স্বামী লাল্টু ও তার অপর বন্ধু একই এলাকার শাহীন ও শীলমান্দী এলাকার কামাল সকাল বেলা হাসনাবাদ ভাড়াটিয়া বাসায় যায়। পরে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে স্বামী লাল্টু স্ত্রী বুল্টিকে শ্বাসরোধ করে হত্যাকরে কামাল সহ তিনজন নিহত বুল্টিকে নিয়ে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসার পথে লাল্টু ও শাহীন কৌশলে হাসপাতাল গেইটে এসে সি এন জি অটোরিক্স্রা থেকে পালিয়ে গেলেও কামাল হাসপাতালে লাশ রেখে পালিয়ে যাওয়ার সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে দেয়। পুলিশ লাশ জেলা হাসপাতাল থেকে উদ্বার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানাগেছে।