শ্যামলবাংলা ডেস্ক : দলের হয়ে আগাম নির্বাচনী কর্মকান্ডে অংশগ্রহণের পাশাপাশি এখন আর্তমানবতার সেবার ব্রত নিয়েও এগিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তাঁর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি ১২ নভেম্বর মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ১৮ দলের হরতালে অগ্নিদগ্ধ রোগীদের পাশে গিয়ে দাঁড়ান। ওইসময় তিনি অগ্নিদগ্ধদের সাথে কথা বলে তাদের সান্তনা দেন এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় তার সাথে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি প্রকল্পের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন উপস্থিত ছিলেন।
জয় হাসপাতাল থেকে বেরোনোর পথে সাংবাদিকদের মুখোমুখি হন। ওইসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিএনপির প্রতি ঘৃণা প্রকাশ করে বলেন, আজকে এখানে এসে যে ভয়ংকর এবং অমানুষিক কার্যকলাপ দেখলাম, এটা একদম অমানুষিক। এটা কোনো রাজনৈতিক দল করবে, এটা অবিশ্বাস্য। তিনি বলেন, এখানে যে শিশুদের দেখলাম, ছোট ছোট শিশুদের দেখলাম। ৮ বছরের একটি বাচ্চার নাম সুমি। ওকে দেখে আমার কান্না এসে যাচ্ছিল। আমার মেয়ে এ বছর ৭ বছরে পড়বে। একজন বাপ হিসেবে এটা আমি কল্পনাও করতে পারি না, কেউ এমন ছোট্ট শিশুর গায়ে আগুন দেবে। আশা করি, এ দেশে এমন ঘটনা আর ঘটবে না। অন্যদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জয় বলেন, হরতালকারীদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
