এম,আর,টি মিন্টু, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলাধীন ঐতিহ্যবাহী টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৩ তলা ভবনের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। ৯ নভেম্বর শনিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশুলী মোজাহারুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, যুব উন্নয়ন অফিসার আব্দুছ সালাম বেপারী, প্রধান শিক্ষক আবু রায়হান, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল হামিদ সাজ, বীর মুক্তিযোদ্ধা আবু হায়াত, আমরা মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডের আহব্বায়ক নুরুন্নবী আকন্দ সাদা, মাইনুল ইসলাম, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ফুরকার উদ্দিন তালুকদার, নিজাম উদ্দিন মিস্টার, সাবেক সদস্য আব্দুছ সাত্তার, শ্রীবরদী থানার এসআই আবুল কালাম, এএসআই গৌরাঙ্গ সেন গুপ্ত প্রমুখ।
উল্লেখ্য, সংসদ সদস্য ফজলুল হক চাঁনের প্রচেষ্টায় ৫৯ লক্ষ টাকা ব্যয়ে ৬ কক্ষ বিশিষ্ট ওই নবনির্মিত ভবনের উদ্বোধন হওয়ায় এলাকার সচেতন মহলসহ ওই প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে সন্তোষ সৃষ্টি হয়েছে। তবে মুক্তিযোদ্ধা অধ্যুষিত ও আ’লীগের ঘাঁটি হিসেবে খ্যাত ২নং রাণীশিমূল পাইলট ইউনিয়নের সর্বোচ্চ ও ব্যয়বহুল ভবনের ফলকটি নিম্নমানের, ভুলে ভরা ও অসম্পূর্ণ থাকায় তা নিয়ে অনেকের মাঝে তীব্র অসন্তোষ কাজ করে। সচেতন মহলের মতে, সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের চরম উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণেই ওই অবস্থা হয়েছে।