নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী) : চারঘাট বাঘার সাংসদ আলহাজ্ব শাহরিয়ার আলম চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় দুইটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন ও ৩টি পাকা রাস্তার উদ্বোধন করেছেন। ৯ নভেম্বর শনিবার সকালে নিমপাড়া ইউনিয়নের ওমরগাড়ী থেকে কৈডাঙ্গা পর্যন্ত ৭শ মিটার, সারদা ইউনিয়নের ঝিকরা চারা বটতলা থেকে বামনদিঘী ৫শ মিটার, মুংলীতে ৫শ মিটার ও নিমপাড়া ইউনিয়নের জাগিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং চারঘাট ইউনিয়নের তোজিরমোড় অনুপমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চারঘাট আ’লীগের যুগ্মআহবায়ক ফকরুল ইসলাম, চারঘাট উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মনছুর আলী, উপ সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আ. মজিদ, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, নিমপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পদক মেসের আলী, সাবেক ছাত্রলীগের সভাপতি একরামূল হক, ছাত্রনেতা সোহেল রানাসহ দলীয় নেতাকর্মীবৃন্দ।
