নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও থানা প্রশাসন মাদক দ্রব্য বিক্রয় ও সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করলেও থেমে নেই নেশা খোররা। নেশা খোররা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপন আস্থানায় মদ, গাঁজা, হিরোইন ও ফেন্সিডিলসহ নানা প্রকার নেশা সেবন করছে। নন্দীগ্রাম উপজেলার আনাছে কানাছে ওই সব মাদক দ্রব্য বিক্রয় হয়। সেখান থেকেই নেশা খোররা মাদক দ্রব্য ক্রয় করে সেবন করছে। দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ভ্রাম্যমান আদালত মাদক দ্রব্য বিক্রয় ও সেবন কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করে আসছে। এদিকে প্রশাসন যেমনি মাদক বিক্রয় ও সেবনের বিরুদ্ধে তৎপর তেমনি মাদক দ্রব্য বিক্রয় ও সেবনকারীরা তাদের কৌশল অবলম্বন করে চলছে। নন্দীগ্রাম উপজেলায় ১৫ বছরের যুবক থেকে শুরু করে ৭০ বছরের বৃদ্ধ পর্যন্ত মাদক দ্রব্য সেবন করে। এতে সামাজিক পরিবেশ কুলষিত হচ্ছে। এক শ্রেণীর নেশা খোররা নেশার টাকা যোগাড় করার জন্য অপরাধ প্রবনতায় জড়িয়ে পড়ছে। এ ব্যাপারে থানার ওসি শাহজাহান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাদক দ্রব্য বিক্রয়কারী ও সেবনকারীদের সাথে কোন আপোষ নেই। তাদের ধরতে পারলেই শাস্তি মুলক ব্যবস্থা গ্রহন করা হবে। নন্দীগ্রাম উপজেলাকে মাদকমুক্ত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।