এম. এ করিম মিষ্টার, নীলফামারী : ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকলেও নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে ফলের ও মাছের বাজার ফরমালিন মুক্ত হয়নি। দেদারসে বিক্রি হচ্ছে ফরমালিন মেশানো ফল ও মাছ। শহরের হাতিখানা বানিয়াপাড়া সড়কে ফলের আড়ত থেকে ওইসব ফরমালিনমেশানো ফল ছড়িয়ে পড়ছে শহরময়্ ওইসব ফল আবার চলে যাচ্ছে সৈয়দপুরের বাইরের আশেপাশের জেলা ও উপজেলা শহরগুলোতে। ফলে পুষ্টিগুণের বদলে মানুষকে খাওয়ানো হচ্ছে বিষ। স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এ বিষ (ফরমালিন) মানবদেহে জন্ম দিচ্ছে প্রাণঘাতি নানা রোগের। তেমনিভাবে মাছের বাজারেও চলছে অবাধ ফরমালিনের ব্যবহার।
ভ্রাম্যমান আদালত ফল মার্কেট ফরমালিন মুক্ত করতে ফল ব্যবসায়ীদের অর্থদন্ড দিলেও তার কোন সুফল মিলছে না। বরং ওইসব অসাধু ব্যবসায়ীরা অর্থদন্ড দিয়ে দেদারসে ফরমালিনযুক্ত ফলই বিক্রি করছে অবাধে। গত কয়েক মাসের ভেজালবিরোধী অভিযানের ফলাফল বিশ্লেষন করে এমন চিত্রই উঠে এসেছে।
শহরের পাইকারি ফল বাজারে ১০ জন ফল ব্যবসায়ী রয়েছেন। এরা আমদানি করা আপেল, আংগুর, কমলা, মালটা, আনার ভারত থেকে আমদানি করে বাজারজাত করে। আমদানি করা ফলে পচন না ধরার জন্য স্প্রে করা হয় ফরমালিন। আর ওইসব ফরমালিনযুক্ত ফলই বিক্রি করা হয় মাসের পর মাস।