জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতকে সড়ক দূর্ঘটনায় আহত শিক্ষক আবুল বাশার (২২)’র মৃত্যু ঘটেছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি চরমহল্লা ইউনিয়নের প্রথমাচর গ্রামের কাচু মিয়ার পুত্র ও কৈতক মিলেনিয়াম কিন্ডারগার্টেনের সহকারি শিক্ষক।
জানা যায়, বৃহস্পতিবার সকাল প্রায় ১১ টায় জাউয়াবাজার আকিল কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে যোগ দিতে শিক্ষক আবুল বাশার কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক পয়েন্টে রাস্তার পাশে দাড়িয়ে গাড়ীর অপেক্ষা করছিলেন। ওই সময় সুনামগঞ্জগামী একটি দ্রুতগতির লাইটেস নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে আশংকাজনক অবস্থায় কৈতক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত প্রেরন করা হয়। রাতে চিকিৎসাধিন অবস্থায় আবুল বাশারের মৃত্যু ঘটে।