শুক্রবার , ৮ নভেম্বর ২০১৩ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুরে শান্তিপূর্ণ পরিবেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৮, ২০১৩ ৪:৪৭ অপরাহ্ণ
ইসলামপুরে শান্তিপূর্ণ পরিবেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত

ইসলামপুর প্রতিনিধি : ইসলামপুরে শান্তিপূর্ণ পরিবেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার তিনটি জুনিয়র সাটির্ফিকেট পরীক্ষা (জেএসসি) কেন্দ্রে তিন হাজার ৪৬৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও ১১৬ জন অনুপস্থিত ছিল। এছাড়া জুনিয়র দাখির পরীক্ষার এক মাত্র কেন্দ্র ইসলামপুর ফাজিল মাদরাসায়  সহশ্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। সরেজমিনে দেখা গেছে, ঐতিহ্যবাহী ইসলামপুর নেকজাহান মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭২৬ জনের মধ্যে ৯৯ জন, গুঠাইল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৬৭ জনের মধ্যে ১০ জন ও যমুনার তীরবর্তী নদী ভাঙন কবলিত অসহায় পরিবারের পরীক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত উলিয়া এ এম উচ্চ বিদ্যালয় নতুন কেন্দ্রে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে সাত জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। জেলার সর্ববৃহৎ কেন্দ্র  ইসলামপুর নেকজাহান মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ডিহিদার জানান, তার কেন্দ্রে গতকাল ইংরেজী বিষয়ে ১৬২২ জন পরীক্ষার্থী অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিয়েছে। বেলগাছা  উচ্চ বিদ্যালয়  ও বি.এম কলেজের অধ্যক্ষ গুঠাইল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে  হল সুপার একেএম মোস্তফা কামাল বলেন- প্রশ্নপত্র সুন্দর হওয়ায় খুব ভাল পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা। উলিয়া এ এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুল হক জানান, নতুন কেন্দ্রটি স্থাপিত হওয়ায় যমুনার পাড়ের পরীক্ষার্থীরা বাড়িতে থেকে ভাল ভাবে পরীক্ষা দিতে পারছে। পরীক্ষা কেন্দ্র গুলোয় দায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তা  ব্যাটেরিনারী সার্জন জুলেখা খাতুন, সমাজ সেবা অফিসার হারুনুর রশিদ, যুব উন্নয়ন অফিসার মাহাবুবুর রহমান ও একাডেমিক সুপারভাইজার মামুনুর রশিদ মামুন সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তুস প্রকাশ করেছেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!