ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির কাঠালিয়া উত্তর চেঁচরী গ্রামের পরিমল দত্ত গতকাল বৃহস্পতিবার বিকালে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। তার বিবাহিত ছোট মেয়ে মেঘলা রানী দত্তকে একই এলাকার বখাটে হাচান সিকদার জোরপূর্বক অপহরন করে নেয়। ৪৫ দিন পূর্বে এই অপহরনের ঘটনা ঘটলেও পুলিশ অপহৃত মেঘলা রানী দত্তকে উদ্ধার করতে পারেনি। পরিমল দত্ত তার লিখিত বক্তব্যে দাবী করেছে গত ১৯ সেপ্টেম্বর ২০১৩ তারিখ তার কন্যা মেঘলা রানীর সাথে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিরপাশা গ্রামের সত্য রঞ্জন চন্দ্রের পুত্র কার্তিক চন্দ্রের সাথে বিয়ে দেয়। গত ২৩ সেপ্টেম্বর সকাল ১১ টায় তার কন্যা বড় বোনকে নিয়ে পিরোজপুর জেলার ভান্ডারিয়া বাজারে কেনা কাটা করতে গেলে ওৎ পেতে থাকা বখাটে হাচান সরদার তার ভাই শাওন সরদার ও মাইনুল নামক এক যুবকের সহায়তায় মটর সাইকেলে জোড় পূর্বক তুলে নিয়ে যায়। তার পর থেকে মেঘলার কোন হদিস পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে ২৯ সেপ্টেম্বর সকালে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করা হলেও পুলিশে এখন পর্যন্ত মেঘলাকে উদ্ধার করতে পারেনি।