সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) : নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টা হরতালের প্রথম দিনে সোমবার বাবুগঞ্জ উপজেলা বিএনপি জামায়াত সহ ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা চোরাগোপ্তা ভাবে পিকেটিংয়ের সময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পিকেটাররা পুলিশ বাহী মাহিন্দা,হানিফ পরিবহন সহ ৪/৫টি গাড়ী ভাংচুর করেছে। বিভিন্ন এলাকায় আ’লীগ নেতাকর্মীসহ পুলিশি টহল জোরদার ছিল।
হরতালের দিন ভোরে হরতাল সমর্থকরা চাঁদপাশা এলাকার বিভিন্ন সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে। বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর সাবরেজিস্টি অফিসে সামনে হরতাল সমর্থকরা একটি পুলিশ বাহী মাহিন্দ্রা ভাংচুর করে।সকাল সাড়ে ৭টায় বিমানবন্দর থানার দাড়োগার হাট এলাকায় হরতাল সর্মথকরা হানিফ পরিবহনের একটি গাড়ী ভাংচুর করেছে।এ সময় হরতাল সমর্থকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।বাবুগঞ্জ ১৮দলীয় জোটের নেতারা জানান,হরতালে বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইসরত হোসেন কচি,সাধারন সম্পাদক অহিদুল ইসলাম পিন্স,মোশাররফ হোসেন,নজরুল ইসলাম বাদশা,যুবদল সভাপতি আওলাদ হোসেন,সাধারন সম্পাদক মহসীন আলম,শ্রমীকদলের সভাপতি ফরিদ আহম্মেদ,সম্পাদক আনোয়ার হোসেন সবুজ,মাহাবুব হোসেন তালুকদার,সেলিম সরদার,জামাল হোসেন পুতুল,ছাত্রদল নেতা আরিফুর রহমান শিমুল সিকদার,রকিবুল হাসান খান,নাসির উদ্দিন খান,আজিজুল হক, বজলুর রহমান, সেলিম, রাজ্জাক মৃধা হেমাঙ্গীর,রফিকুল ইসলাম রাফিল,নূরে আলম জোমাদ্দারসহ ১৮ দলীয় জোটের নেতারা বিভিন্ন স্থানে পিকেটিং করে।
অপরদিকে সোমবার সকাল থেকে বাবুগঞ্জ উপজেলা আ’লীগ ব্যপক প্রস্তুতি গ্রহন করে। হরতালের প্রথম দিনে প্রধান প্রধান সড়কে টিকতে পারেনি বিএনপি উপজেলা আ’লীগের দখলে ছিল গোটা এলাকা। সকালে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপনের নেতৃত্বে আ’লীগের নেতাকর্মীরা পৃর্থক পৃর্থক ভাগে ভাগ হয়ে হরতাল প্রতিরোধে বিভিন্ন স্পটে হরতাল বিরোধী প্রতিরোধ গড়ে তুলে।চাঁদপাশা এলাকা থেকে আ’লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি মটর সাইকেল মহড়া নিয়ে উপজেলা আ’লীগ কার্য্যালয়ে এসে জড়ো হয়। এভাবে প্রতিটি ইউনিয়ন থেকে আ’লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হতে থাকে। পরে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপনের নেতৃত্বে হরতাল প্রতিরোধে শতাধিক মোটর সাইকেল নিয়ে মহড়া বের করে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন, সহ-সভাপতি শাহিনূল ইসলাম সিকদার, আঃ মান্নান হাওলাদার, আক্তারুজ্জামান মিলন,কামাল হোসেন,যুবলীগের সাধারন সম্পাদক মাসুদ করিম লাভু,অধ্যক্ষ দেলোয়ার হোসেন,মজিবুর রহমান বাচ্চু, মাছুম মাঝী, তাওহীদ হোসেন, সামসুল হক প্যাদা, রশিদ মোল্লা, জুযেল মোল্লা, মনির হোসেন মাস্টার, শহিদ মল্লিক,হাফিজুর রহমান স্বপন, ছাত্রলীগের যুগ্ন সম্পাদক গোলাম কিবরিয়া প্রমূখ।
