ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা : ডুমুরিয়ায় একটি বাড়ি ও একটি খামার প্রকল্পের সদস্যভুক্তকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন আহত হয়েছে। ৩ নভেম্বর রবিবার রাতে উপজেলার শোভনা গাবতলা বাজারে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জানা যায়, সদস্য ভুক্তির লক্ষে একমাস আগে স্থানীয় গাবতলা প্রাথমিক স্কুল ভবনে ইউপি সদস্য আ: রশিদ শেখের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ডের সর্ব-সম্মতিতে সদস্য ভুক্তির পর একটি কমিটি গঠিত হয়। পরে ওই এলাকার কয়েকজন পুনরায় নুতন করে আরেকটি কমিটি করে জমা দেওয়ায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর রবিবার সন্ধ্যায় ইউপি সদস্য’র লোকেরা অপর পক্ষের আশিষ কুন্ডু’র সাথে কথা বাগবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে আশিষ কুন্ডু, জাফর মোল্যা ও মফিজ সরদার আহত হয়। এদের মধ্যে জাফর মোল্যাকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।