চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার যুবায়ের হোসেন (২৮) নামের এক যুবকের জবাই করা লাশ পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলার এলাঙ্গি-কড়ইগাছি এলাকা থেকে উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। ৪ নভেম্বর সোমবার সকাল সাড়ে ৯ টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসি পুলিশকে খবর দিলে গাংনী থানা পুলিশ যুবায়ের হোসেন নামে ওই যুবকের লাশ উদ্ধার করে। সে আলমডাঙ্গা উপজেলার শালিকা গ্রামের শুকুর আলীর ছেলে। তবে, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
