রবিবার , ৩ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রাইভেট শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০১৩ ২:৫৮ অপরাহ্ণ

Rape women violenceচুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৫ম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রাইভেট শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী। ২ নভেম্বর শনিবার রাতে উপজেলার বদনপুর এলাকায় ওই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত প্রাইভেট শিক্ষক লাভলু (২৮) কে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় রবিবার প্রাইভেট শিক্ষক লাভলুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা রুজু হয়েছে।
জানা যায়, বদনপুর গ্রামের নুহুনবীর ছেলে লাভলু দীর্ঘদিন ধরে বাড়ীতে শিক্ষার্থীকে প্রাইভেট পড়িয়ে আসছে। শনিবার সকালে প্রাইভেট পড়ানো শেষে ৩০/৪০ জন ছাত্রীর সকলকে লাভলু ছুটি দিলেও ৫ম শ্রেণীর ওই শিশু শিক্ষার্থীকে পরে বাড়ি যাওয়ার জন্য বলে। এরপর লাভলু শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে শ্লীলতাহানি করে। ঘটনা জানাজানি হলে শিক্ষক লাভলুকে গ্রামবাসী রাত ১০ দিকে ধরেনিয়ে গণধোলাই দেয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (প্রবি) আসাদুজ্জামান ও দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব ঘটনাস্থলে গিয়ে লাভলুকে আটক করে থানায় নিয়ে যায়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় শিক্ষক লাভলুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। লাভলুর বিরুদ্ধে  আরও একটি শ্লীলতাহানির মামলা রয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!