ঠাকুরগাঁও : ৪২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ২ নভেম্বর শনিবার ঠাকুরগাঁও কেন্দ্রীয় সমবায় সমিতির আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো: ওবায়দুল¬াহ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
পরে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।