ads

শনিবার , ২ নভেম্বর ২০১৩ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জে ছিনতাইকারীর হাতে ব্যবসায়ী খুন : বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২, ২০১৩ ৬:১৫ অপরাহ্ণ

Lashমনির হোসেন বাবুল, রামগঞ্জ (লক্ষ্ণীপুর) : লক্ষ্ণীপুরের রামগঞ্জে ছিনতাইকারীর হাতে মোঃ খোকা মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ী নৃশংসভাবে খুন হয়েছেন। ২ নভেম্বর শনিবার ভোরে পৌরসভার কলেজ রোডে তৌহিদুল ইসলাম নামে স্থানীয় এক চিহ্নিত ছিনতাইকারীর হাতে ওই ব্যবসায়ী খুন হন। ওই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ছিনতাইকারী খুনিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রামগঞ্জ-হাজিগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে এলাকায় এখনও উত্তেজনা ও থমথম অবস্থা বিরাজ করছে।
জানা যায়, রামগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ কলচমা গ্রামের মাদারী বাড়ির মৃত নুর মিয়ার ছেলে মোঃ খোকা মিয়া ফজরের নামাজের সময় রামগঞ্জ বাজার থেকে রিকশা যোগে নিজ বাড়ীতে যাওয়ার পথে রামগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন রহম ব্যাপারীর বাড়ির সামনের সড়কে রামগঞ্জ উপজেলার সাতার পাড়া গ্রামের মৃত. আবুল খায়ের মাষ্টার ছেলে কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারী তৌহিদুল ইসলাম রিকশার গতিরোধ করে খোকা মিয়ার কাছে থাকা টাকা ছিনিয়ে নিতে চেষ্টা করে। ওই সময় হাতে থাকা রড দিয়ে সজোরে মাথায় আঘাত করলে খোকা মিয়ার মাথা ফেটে ঘটনাস্থলেই তিনি মারা যান। সংবাদ পেয়ে খুন হওয়া খোকা মিয়া আত্মীয়-স্বজনসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে যাওয়া হাজার হাজার বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই ঘটনায় রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!