হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতা ঃ কিশোরগঞ্জের হোসেনপুরে আমন ক্ষেতে পোকা দমনে বিষ মুক্ত ও পরিবেশ বান্ধব পাচিং পদ্ধতি এখন কৃষকদের মাঝে জন প্রিয় হয়ে উঠেছে।
স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ৭১০০ হেক্টর।ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩২,০০০মেট্রিক টন কিন্তুু আবাদ করা হয়েছে ৭,৩০০হেক্টরেরও বেশি জমিতে। এ পদ্ধতিতে ধান ক্ষেতে বাঁশের কঞ্চি, গাছের ডাল অথবা পাট কাঠি স্থাপন করে পাখি বসার সুযোগ করে দিতে হয়।এসব স্থানে পাখি বসে পোকার জন্মদাতা মথ সনাক্ত করে খেয়ে ফেলে। এতে ধানের ক্ষতিকর পোকা জন্মের পূর্বেই বিনষ্ট হয়ে যায়।এছাড়া উভয় পদ্ধতির সুবিধা হল প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী পাখি মৃত্যুর হাত থেকে রক্ষা পায়।
সরেজমিনে উপজেলার সাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামের কৃষক আবুল কাসেমসহ অনেকেই জানান, স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে এ বছর পাচিং ও আলোক ফাঁদ পদ্ধতিতে পোকা দমন করে ও জমিতে প্রয়োজনীয় সার প্রয়োগের ফলে আমন ধানের বাম্পার ফলনের আশা করছেন তারা।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আহম্মদ জানান, পোকা দমনে পার্সিং পদ্ধতি কৃষকদের উদ্বুদ্ধকরণের ফলে তারা এর অধিকতর সুফল পাচ্ছেন।এ জন্য মাঠ পর্যায়ে উপ-সহকারী কর্মকর্তাগণ সার্বক্ষনিক কৃষকদের সহযোগীতা করেছেন।অনুকুল আবহাওয়া ও প্রাকৃতিক বিপর্যয় দেখা না দিলে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক আমন ধান উৎপাদন হবে বলেও তিনি মন্তব্য করেন।